পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে পাত্তাই পায়নি বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে টাইগাররা। তবে এবার টাইগারদের মিশন টেস্ট সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
এতে নতুন মুখ যুব বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান মাহমুদুল হাসান জয়। এ ছাড়া চমক হিসেবে আছেন পেসার রেজাউর রহমান রাজা। তবে বাদ পড়েছেন তামিম ইকবাল, তাসকিন আহমেদ ও পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের টেস্ট দল ঘোষণা
মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, সাকিব আল হাসান (ফিট থাকলে)।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৬ নভেম্বর থেকে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি অনুষ্ঠিত হবে। তবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি হবে হোম অব ক্রিকেটে। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ ডিসেম্বর থেকে গড়াবে সিরিজের শেষ ম্যাচটি।