Bangabandhu Badminton champion Urmi & Smrity - বঙ্গবন্ধু ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ঊর্মি ও স্মৃতি

বঙ্গবন্ধু ব্যাডমিন্টনে দ্বৈত চ্যাম্পিয়ন ঊর্মি ও স্মৃতি

খেলা

অনূর্ধ্ব-১৯ বঙ্গবন্ধু আন্তর্জাতিক ব্যাডমিন্টনে মেয়েদের এককে ব্যর্থতার বৃত্তে আটকা বাংলাদেশের শাটলাররা। তবে দ্বৈত ইভেন্টে আলো ছড়ালেন ঊর্মি আক্তার ও স্মৃতি রাজবংশী।

বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফাইনালে স্বদেশি ফারহান বিনতে এমদাদ-নাসিমা খাতুনকে ২১-৯, ১৮-২১-২১-১২ পয়েন্টে হারিয়েছেন তারা।

একই দিনে একই ভেন্যুতে ছেলেদের দ্বৈতে সেমিফাইনাল নিশ্চিত করেছেন নাজমুল ইসলাম জয় এবং বাবু মো. রাসেল।

শ্রীলঙ্কার আশিনসা হেরাথ ও সাজিদ মাজিদকে ২১-১০, ২১-১৩ পয়েন্টে পরাজিত করেছেন তারা।