সর্বোচ্চ ৩০ মিনিট পর্যন্ত ভয়েস বার্তা পাঠানো যাবে মেসেঞ্জারে। এক ব্লগ বার্তায় এ ঘোষণা দিয়ে ফেসবুক জানিয়েছে, ভয়েস বার্তা রেকর্ডের সময় বাড়ানো হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে মেসেঞ্জার ব্যবহারকারীরা ৩০ মিনিট পর্যন্ত বার্তা ধারণ করে পাঠাতে পারবেন।
বর্তমানে মেসেঞ্জারে সর্বোচ্চ ১ মিনিট পর্যন্ত ভয়েস বার্তা ধারণ করে পাঠানো যায়। সময় বাড়ানোর পাশাপাশি ভয়েস বার্তা ধারণের জন্য নতুন সুবিধা চালু করেছে মেসেঞ্জার।
এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবহারকারীরা নিজেদের কথা ধারণের পর শোনার সুযোগ পাবেন। অর্থাৎ বন্ধুদের কাছে পাঠানোর আগেই ভয়েস বার্তায় কোনো ভুল আছে কি না, তা যাচাই করা যাবে।
ভয়েস বার্তা ধারণের সময় ভুল হলে মাঝপথে তা থামানোও যাবে। ব্যবহারকারীরা চাইলে পরে একই জায়গা থেকে আবার বার্তা ধারণ করতে পারবেন। এমনকি বার্তাটি মুছে ফেলে নতুন করে ধারণ করারও সুযোগ মিলবে। এ জন্য কোনো অ্যাপের প্রয়োজন হবে না। শব্দ রেকর্ডের সাউন্ডবারের পাশেই ‘পজ’, ‘রিজিউম’, ‘ডিলেট’ এবং ‘সেন্ড’ সুবিধা পাওয়া যাবে।
ভয়েস বার্তা ধারণের সময় বৃদ্ধির পাশাপাশি ভ্যানিশ মোডও চালু হয়েছে মেসেঞ্জারে। নতুন এ সুবিধার আওতায় প্রাপক দেখার পরপরই স্বয়ংক্রিয়ভাবে বার্তাগুলো মুছে যাবে। ফলে ইনবক্স থেকে বারবার বার্তা মুছে ফেলতে হবে না। শিগগিরই নতুন ও সুবিধাগুলো সবার জন্য উন্মুক্ত হবে৷