ফরিদপুরে চারটি চোরাই মোটরসাইকেলসহ পাঁচ তরুণকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার গভীর রাত পর্যন্ত ফরিদপুর সদরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ওই তরুণদের গ্রেপ্তার ও চোরাই মোটরসাইকেলগুলি উদ্ধার করা হয়। এ ব্যাপারে জেলা পুলিশের উদ্যোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আজ রবিবার দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এসংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গ্রেপ্তার হওয়া ওই পাঁচ তরুণ হলেন, শামীম মাতুব্বর (২১), হাসিবুল হাসান (২২), আসিব খান (২০), তানজিল হাসান (২৪) ও শান্ত ইসলাম (২১)।
লিখিত বক্তব্য অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের মহিলা রোড বাজার এলাকা হতে শামীম মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একটি চোরাই সুজুকি জিকসার মোটরসাইকেল উদ্ধার করা হয়। ওই সময় হাসিবুলকে গ্রেপ্তার করা হয়। পরে ফরিদপুর সদরের বিলনালিয়া এলাকা হতে তানজিল হাসানকে গ্রেপ্তার করা হয় তাঁর জিম্মা থেকে উদ্ধার করা হয় ইউনিক ইউডি ১০০ নামের একটি মোটরসাইকেল।
এরপর ফরিদপুর সদরের বউঘাটা বাজার হতে টিভিএস এ্যাপাচি মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয় আসিব খানকে। ওইদিনই ফরিদপুর শহরের গোয়ালচামট মহল্লা থেকে পালসার এনএস ১৬০ মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয় শান্ত ইসলামকে। এ ব্যাপারে ফরিদপুর গোয়ন্দো পুলিশের উপ-পরিদর্শক আব্দুর জব্বার বাদী হয়ে ওই পাঁচ তরুনকে আসামি করে ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলাদায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্ত্ াগোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রহমান বলেন, ওই পাঁচ আসামিকে রবিবার জেলার এক নম্বর আমলী আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আরও তথ্যের জন্য আসামিদের পরবর্তিতে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।