human chain at du - dhaka university

‘প্রলয় গ্যাং’ সদস্যদের বহিষ্কারের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ক্যাম্পাস শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাধবিজ্ঞান বিভাগের ছাত্র জোবায়ের ইবনে হুমায়ূনকে মারধরের ঘটনায় জড়িত ‘প্রলয় গ্যাং’ এর সদস্যদের বহিষ্কারের দাবিতে মানববন্ধন হয়েছে।

আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানববন্ধনের আয়োজন করেন অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ সময় এ ঘটনায় অভিযুক্ত ‘প্রলয় গ্যাং’ সদস্যদের অতি দ্রুত বিচার ও বহিষ্কারের দাবি জানান তারা।

মানববন্ধনে ভুক্তভোগী শিক্ষার্থী জোবায়েরের সহপাঠী জামিল শামস বলেন, ‘আমাদের এই ক্যাম্পাসে আর কোনো অপরাধী চক্র, কোনো গ্যাং তৈরি হোক আমরা চাই না। এই বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী যাতে ন্যায় বিচার পায়, শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেন বজায় থাকে- সেটাই আমাদের প্রত্যাশা। জোবায়েরের ওপর যেভাবে হামলা হয়েছে তা অমানবিক। আমরা এ ঘটনার বিচার চাই।’

তানভীর আহমেদ সিয়াম নামে আরেক শিক্ষার্থী বলেন, কোনো গ্যাং কালচার বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে থাকতে পারে না। এই গ্যাং কালচারের সাথে যারা জড়িত সাধারণ শিক্ষার্থীরা তাদের শাস্তি চায়। এ ধরনের যত গ্যাং আছে সবকিছুর নির্মূল চাই। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। জোবায়েরের ওপর এ হামলা প্রত্যেকটি সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা‌। আমরা এ ঘটনার বিচারের দাবি জানাচ্ছি। একইসাথে জোবায়েরের দ্রুত সুস্থতা কামনা করছি।

প্রসঙ্গত, গত শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে ঢাবির অপরাধবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জোবায়েরকে বেদম মারধরের অভিযোগ উঠে একই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসভিত্তিক ‘প্রলয়’ গ্যাংয়ের কতিপয় সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল রোববার ভুক্তভোগী শিক্ষার্থীর মা রাজধানীর শাহবাগ থানায় মামলা করেছেন।