bangladesh police বাংলাদেশ পুলিশ লোগো

গৌরীপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে প্রেমিকার ধর্ষন মামলা

বাংলাদেশ

এক কলেজ ছাত্রীর সঙ্গে চুটিয়ে তিন বছর করার পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সর্ম্পক গড়ে তুলেন ময়মনসিংহের গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়নে খালিজুরী গ্রামের মো: রানা মিয়া(২৮)। এ ঘটনায় আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটকও হন ওই প্রেমিক-প্রেমিকা। কিন্তু অবস্থা বেগতিক দেখে প্রেমিকাকে ফেলে কৌশলে চম্পট দেয় প্রেমিক।      

এ ঘটনায় গত দুইদিন বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসে ভুক্তভোগী প্রেমিকা। কিন্তু প্রেমিক রানার পরিবার তাকে মেনে নিতে নারাজ। এমন পরিস্থিতিতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার হুমকি দেয় ওই প্রেমিকা। কিন্তু এত কিছুর পরও বিষয়টি সুরাহা না হওয়ায় অবশেষে মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুর ১২টার দিকে এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রীর পিতা মো: আ: মান্নান বাদি হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষন ও প্রতারণার অভিযোগে এই মামলায় মো: রানা মিয়াকে আসামি করা হয়েছে। 

জানা যায়, মো: রানা মিয়া স্থানীয় খালিজুরী গ্রামের মো: মজনু মিয়ার ছেলে। সে বর্তমানে নরসিংদীর পলাশ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। অপরদিকে ভুক্তভোগী কলেজ ছাত্রী একই উপজেলার পাশর্^বর্তী গ্রামের আ: মান্নানের কন্যা। সে গৌরীপুর মহিলা কলেজের ডিগ্রী প্রথম বর্ষের শিক্ষার্থী।  

ভুক্তভোগী কলেজ ছাত্রী জানান, পুলিশ কনস্টেবল রানা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে সর্বস্ব লুটে নিয়েছে। এখন সে আমাকে বিয়ে না করে পালিয়েছে। সে আরও জানায়, রানা আমাকে বিয়ে না করলে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করা ছাড়া আমার কোন পথ নেই। আমি সে প্রস্তুতি নিয়েই এসেছি।  
অভিযোগ বিষয়ে জানতে একাধিকবার মো: রানা মিয়ার ব্যবহৃত মোবাইল নাম্বারে যোগাযোগ করা হলেও তা বন্ধ পাওয়া যায়। এ নিয়ে তাঁর পরিবারের কেউ কোন মন্তব্য করতে রাজি হননি।  

এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দীকী বলেন, ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যে ভিকটিমকে জবানবন্দি ও মেডিক্যাল রির্পোটের জন্য বিজ্ঞ আদালতের মাধ্যমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি।