Barisal University student - police constable exam

পুলিশের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেফতার ছাত্রলীগ কর্মী

ক্যাম্পাস অপরাধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেফতার হয়েছে। এ.কে আরাফাত ভোলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি এবং বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মী।

জানা যায়, সে ৩০ হাজার টাকার বিনিময়ে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে আসে। আরাফাত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের আবাসিক ছাত্র।

বুধবার দুপুরে বরিশাল নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড ক‌লে‌জে এ ঘটনা ঘটে।

আটক এ.কে আরাফাত ব‌রিশাল বিশ্ব‌বিদ্যালয়ের একাউ‌ন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভা‌গের বি‌বিএ শেষ ব‌র্ষের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।

তিনি বলেন, ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটার (পুরুষ) পরীক্ষার্থী উজিরপুর উপজেলার সাতরাল গ্রামের জীবন হালদারের ছেলে সৌরভ হালদারের স্থানে প্রক্সি দি‌তে আসে ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের ছাত্র ভোলা জেলার দৌলতখান উপজেলার।

তার পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাইকালে পরীক্ষা পরিদর্শকের কাছে সন্দেহ হয়। পরীক্ষায় অংশগ্রহণকারী ও কাগজপত্রের ব্যক্তির ছবি অমিল হয়।  

তখন জিজ্ঞাসাবাদে এ.কে আরাফাত স্বীকার করেন তিনি ৩০ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে এসেছেন। তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

আরও পড়ুনঃ কনস্টেবল নিয়োগে তদবির করতে আইজির স্ত্রী পরিচয়ে এসপিকে ফোন