হবিগঞ্জে গত ২২ ডিসেম্বর জেলা বিএনপির সমাবেশে ১২শত রাউন্ড গুলি করে নেতাকর্মীদের আহত করার অভিযোগে পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলীসহ পুলিশের ৫৪ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট সামসুল ইসলাম।
বিজ্ঞ আদালত মামলাটি ফাইল করেন। তিনি বাদী পক্ষের বক্তব্য শুনেন এবং আদেশ পরে জানাবেন বলে আইনজীবীকে জানিয়েছেন। বাদী পক্ষে আইনজীবী এডভোকেট খন্দকার শাহিনসহ অর্ধশতাধিক আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
মামলায় অন্যান্য আসামীরা হলেন- হবিগঞ্জ সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাসুক আলী, ওসি (তদন্ত) দৌস মোহাম্মদ, গোয়েন্দা সংস্থা ডিবির ওসি আল আমিনসহ আরো অনেকেই।
মামলার বাদী অ্যাডভোকেট সামসুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে গত ২২ ডিসেম্বর জেলা বিএনপির ডাকে শান্তিপূর্ণ সমাবেশে উল্লেখিত আসামীদের হুকুমে পুলিশ দলের নেতাকর্মীদের উপর বেআইনি ভাবে গুলি চালিয়ে আহত করে। আমরা ন্যায় বিচারের আশায় আদালতে মামলা দায়ের করেছি।