পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হচ্ছে। আর নেই কোন বাঁধা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আগামী পরশু অর্থাৎ ২০ এপ্রিল সকাল ছয়টা থেকে মোটরসাইকেল চলাচল শুরু হবে।
সেতু বিভাগের সচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মোটরসাইকেলের জন্য আলাদা কোন টোল বুথ থাকবে কিনা এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল
আগামী ২০ এপ্রিল সকাল ৬:০০ টা থেকে পদ্মা সেতুতে চলবে মোটরসাইকেল।
পদ্মা সেতুতে মোটরসাইকেলের গতিসীমা ৬০ কিমি/প্রতি ঘন্টা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এছাড়া বাম পাশের সার্ভিস লেন দিয়ে চলবে মোটরসাইকেল এমনটাই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে মোটরসাইকেলের বেপরোয়া চলাচলের পুনরাবৃত্তি ঘটলে সিদ্ধান্ত পুন:বিবেচনা করবে সরকার।
উল্লেখ্য, পদ্মা সেতু উদ্বোধনের পর সব রকম যানবাহন চলাচল শুরু হয়েছিল। কিন্তু মোটরসাইকেলে ও অন্যান্য কিছু দুর্ঘটনার পর পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়। প্রায় এক বছর বন্ধ থাকার পর পদ্মা সেতুতে চালু হচ্ছে মোটরসাইকেল চলাচল।
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি প্রসঙ্গে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মোটরসাইকেল চালকরা অত্যন্ত খুশি ও আনন্দিত। এতে করে দেশের দক্ষিণ অঞ্চলের ঈদে বাড়ি ফেরার মানুষদের অনেক সুবিধা হবে। তারা কোনরকম হয়রানি ও যানজট ছাড়াই দ্রুত বাড়ি ফিরতে পারবেন এমনটাই প্রত্যাশা।