পার্টি করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ভারতের তেলেগু অভিনেত্রী ডলি ডিক্রুজ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৬ বছর।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, হলি উদযাপনের পর বন্ধু রাঠোরের সঙ্গে শুক্রবার (১৮ মার্চ) রাতে বাড়ি ফিরছিলেন ডলি ডিক্রুজ। তার বন্ধু রাঠোর গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে আঘাত হানে গাড়ি। ঘটনাস্থলেই নিহত হন চিত্রনায়িকা আর রাঠোরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তিনিও মারা যান।
এ ছাড়া এ দুর্ঘটনায় ৩৮ বছর বয়সি এক পথচারী নারী মারা গেছেন বলে জানা গেছে। ডলি ডিক্রুজের মৃত্যুতে তেলেগু সিনে-অঙ্গনে নেমে এসেছে শোক। শোকাহত তার ভক্তরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তারা।
সম্প্রতি ‘ম্যাডাম স্যার ম্যাডাম আন্থে’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন ডলি ডিক্রুজ। অভিনয়ের পাশাপাশি ইউটিউবার হিসেবেও এই অভিনেত্রীর খ্যাতি রয়েছে। তার চ্যানেলের নাম জলসা রাইডু।