করোনাভাইরাসের উপসর্গ জ্বর কাশি নিয়ে মৃত্যুবরণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাকন মিয়া। কাকন মিয়া বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস ডিপার্টমেন্টের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র।
জানা যায়, বেশ কিছুদিন ধরে জ্বর ও কাশিতে ভুগছিলেন কাকন। গত ৫ সেপ্টেম্বর কাকন তার নিজস্ব ফেসবুক আইডির টাইমলাইনে “জ্বর” শব্দটি লিখে একটি স্টাটাসও দেন।
কাকনের মৃত্যুতে তাঁর পরিবার ও বন্ধুবান্ধবদের মধ্যে এক শোকের ছায়া নেমে এসেছে। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা তা জানা যায়নি। কারণ তাঁর করোনা পরীক্ষা করানো হয়নি।