ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) সদস্য বিশিষ্ট নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়- ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) ২০২০ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এবং সমিতির সাবেক সভাপতি বোরহানুল হক সম্রাট।
এসময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রিয়াদুল করিম ও সাবেক সভাপতি মাহবুব রনি।
নির্বাচনে ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট সাজ্জাদুল কবির।
কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আশিক আব্দুল্লাহ অপু (দ্য ডেইলি স্টার), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের (দৈনিক সংবাদ), অর্থ সম্পাদক আবু সাঈদ ইসিয়াম (আজকালের খবর), দফতর সম্পাদক ইসমাঈল সোহেল (দৈনিক নয়া দিগন্ত)।
কার্যনির্বাহী সদস্য মামুন তুষার (দৈনিক আলোকিত বাংলাদেশ), মাজহারুল ইসলাম রবিন (সমকাল) ও নাসিমুল হুদা (বাংলাদেশ প্রতিদিন)।
1 thought on “ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কমিটি”
Comments are closed.