ঝিকরগাছা থানা - Jhikargacha Thana - Jashore

ঝিকরগাছা থানার নাশকতা মামলায় আগাম জামিন পেলেন ১০ নেতাকর্মী

রাজনীতি

যশোরের ঝিকরগাছা থানায় পুলিশের দায়েককৃত কথিত নাশকতামুলক মামলা থেকে আগাম জামিন পেলেন ১০ নেতাকর্মী। মঙ্গলবার মহামান্য হাইকোট বিভাগের বিচারক মোস্তফা জামান ইসলাম ও এএসএম আব্দুল মোবিন এর দৈত বেঞ্চ তাদের জামিন দিয়েছেন।

জামিন প্রাপ্তরা হলেন, ঝিকরগাছা পৌর সভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আরমান হোসেন কাকন, ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মশিয়ার রহমান, ৯নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোল।

পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহাজাহান আলী, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম হোসেন ও আজিম হোসেন, ঝিকরগাছা মাস্টারপাড়ার বাসিন্দা মৃত-লুৎফর বিশ্বাসের ছেলে বিএনপি নেতা তৌহিদুজ্জামান বাবু ও ডাবলু, কীর্তিপুর গ্রামের মৃত-ইমান আলীর ছেলে ইউনুস আলী।

উল্লেখ্য, গত ১ জানুয়ারী ঝিকরগাছা থানার এস আই সিরাজুল ইসলাম বাদি হয়ে ঝিকরগাছা থানায় বিএনপি ও অংগ সংগঠনের শীর্ষ ৩৪ নেতাকর্মীসহ ৬০/৭০ জনকে অজ্ঞাতনামা আসামী করে নাশকতামুলক মামলা দায়ের করেন। যার নং-০২, তাং-০১/০১/২০২২ ইং।

মামলার ধারা-১৯৭৪ সালের ১৫(৩)/২৫ডি ধারাসহ ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪/৫/৬ ধারার অপরাধ। ইতিমধ্যে উল্লেখিত মামলায় ৩ জন এজাহারভুক্তসহ ৪ জনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছেন ঝিকরগাছা থানা পুলিশ।