জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুইটি ব্যাটারিচালিত অটো রিকশার সংঘর্ষে পূজা মজুমদার নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আহত পূজা মজুমদার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যাচেলার কোয়াটার এলাকায় বিশ্ববিদ্যালয়ের বিশমাইল ও প্রান্তিক গেট থেকে আসা বিপরীতমুখী দুইটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। আহত ছাত্রীকে ফেলে রেখে অপর রিকশা ক্যাম্পাসের পার্শ্ববর্তী আমবাগানের দিকে চলে যায়। পিয়াল নামের এক শিক্ষার্থী তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। তার অবস্থা সংকটাপন্ন দেখে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাকিবুল রনি বলেন, রিকশাসহ ক্যাম্পাসে চলাচলকারী সকল যানবাহনের গতি নিয়ন্ত্রণের উদ্যোগ না নেওয়া নিঃসন্দেহে প্রশাসনের গাফিলতি। এভাবে চলতে থাকলে আরো মারাত্মক দুর্ঘটনা ঘটার আশাঙ্কা করছি। প্রাণঘাতী কিছু ঘটার আগ পর্যন্ত টনক না নড়ার বৃত্ত থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বের হতে হবে।
জাবি ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, এ বিষয়টি নিয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে বসবো। ক্যাম্পাসে অটো বন্ধ অথবা নির্দিষ্ট ড্রেসকোড ও প্রশিক্ষণ ছাড়া যাতে কেউ ক্যাম্পাসে অটো না চালাতে পারে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ফিরোজ উল হাসান বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে অটো রিকশার বন্ধ করতে চাই। প্রশিক্ষিত চালক ও সংখ্যা নিয়ন্ত্রণের মাধ্যমে একটি সিস্টেম দাড় করাতে চাই। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সহযোগিতা দরকার।