গোবিনাথান কৃষ্ণমূর্তি - হকি টিমের কোচ - Gobi Nathan kishnamurthi

জাতীয় হকি দলের কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি

খেলা

জাতীয় হকি দলের নতুন কোচ গোবিনাথান কৃষ্ণমূর্তি। প্রিমিয়ার লিগ হকি শেষ হতে না হতে ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও খেলবে ভারত, পাকিস্তান, কোরিয়া, মালয়েশিয়া ও জাপান। এই টুর্নামেন্টকে সামনে রেখে জাতীয় দলের জন্য কোচ মনোনীত করা হয়েছিল মাহবুব হারুনকে।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে হকি ফেডারেশনকে চিঠি দিয়েছেন তিনি। 

ফলে তার স্থানে নতুন কোচ নিয়োগ হিসাবে বিকেএসপির বিশেষজ্ঞ হকি কোচ মালয়েশিয়ার গোবিনাথান কৃষ্ণমূর্তিকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

এ বিষয়ে বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘গোবিনাথনকে কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি যেহেতু বিকেএসপির দায়িত্ব আছেন তাই আমাদের সভাপতি মহোদয় বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে কথা বলে তাকে দায়িত্ব দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আমাদের এখানে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি উপলক্ষে কোচ হিসাবে থাকবেন।’

এই প্রথম বাংলাদেশে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি অনুষ্ঠিত হবে। সেই উপলক্ষে বাংলাদেশ হকি দলে কে কে থাকবেন এই বিষয়ে তিনি বলেন,  ‘আমি আসলে বলতে পারছি না। তবে দুই তিন দিনের মধ্যেই সিলেকশন কমিটি চ্যাম্পিয়ন্স ট্রফি জন্য স্কোয়াড দেবে। তারা সেখানে এই বিষয়ে দেখবে। লিগ শেষে দল চলে যাবে বিকেএসপি। সভাপতি মহোদয় বিকেএসপির মহাপরিচালকের সঙ্গে কথা বলে সেখানেই আবাসিক ক্যাম্পের ব্যবস্থা করেছেন। টুর্নামেন্টের পূর্ব পর্যন্ত দল বিকেএসপিতেই অনুশীলন করবে। ’