FB IMG 1595346224366

অনাবিষ্কৃত সৌন্দর্য চট্টগ্রামের বাঁশখালী

ভ্রমণ

অনাবিষ্কৃত এক সৌন্দর্য চট্টগ্রামের বাঁশখালী। পড়ন্ত বিকেলে ছুট দিলাম কাথরিয়া ইউনিয়নের পেট চিড়ে। এটা চট্টগ্রামের বাঁশখালী থানায় পড়েছে দ্রুম করে। কাথরিয়া বাজার, চুনুতি বাজার হয়ে জলকদর পার হলেম। সবুজ ধান ক্ষেতের বুকে এঁকেবেঁকে ‘হালিয়া পাড়া ‘ হয়ে প্যারাবনের আগে নেমে গেলাম।

সে এক চমৎকার দৃশ্য৷ যারা যাননি তারা বুঝবেন না কিছুতেই৷ ফটোবাজি করতে করতে বেলাভূমিতে ধপাস করে গিয়ে পড়লাম। এ এক বিস্তৃত সবুজ বেলাভূমি। ঝাউয়ের সারি সারি এটেনশান ভঙ্গিতে দাঁড়িয়ে এসেম্বলির প্রস্তুতি,

লোকাল পোলাপানদের ফুটবল কসরত, পর্যটকদের ঘুরাঘুরি! আহা কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান। আলহামদুলিল্লাহ, যত দেখছি মাথা নত হতে হতে জামিনে ঠেকেছে আমার। আল্লাহর একি অপার সৃষ্টি ধারা চারিধার! নির্মল বিনোদনের বিশদ সম্ভাবনা। আমার ক্ষমতা থাকলে সমুদ্র সৈকত নিয়ে প্ল্যান সাজাতাম।

বাঁশখালীর প্রায় দশ হাজার মানুষকে শুধু এই সৈকতের প্ল্যানিং দিয়েই স্বাবলম্বী করে দেয়া সম্ভব। একজন জিজ্ঞেস করলো, বদ্দা পিলিংস কেমন? আমি বলাম ‘পিলিং-হইন্ডইল্লেমিক্কে গম লাচ্ছে ভাইয়্যে’
FB IMG 1595346668505
পড়ন্ত বিকেলে


সূর্য চাচার ঢলে পড়া দেখতে দেখতে প্রচ্চুর ছবি নেয়া হোল। ঝাউপাতা গুলোকে বলে এলুম, ফের মিলিঙ্গে চালতে চালতে। আরো কয়েকটি পয়েন্ট আছে বাঁশখালী সমুদ্র সৈকতে। বাহারছড়া পয়েন্ট, খানখানাবাদ পয়েন্ট, গন্ডামারা পয়েন্ট ইত্যাদি।

একেক পয়েন্টের সৌন্দর্য বিকিরণ একেক ধাঁচের। যেটা কক্সবাজারের চাইতে কম কিছু নহে। যারা আসতে চান তারা একদিনের ট্যুর মাথায় রেখে আসবেন৷ খাবার ও গাড়ি ব্যবস্থা আপনার নিজের।

একই সাথে সারাদিনের ট্যুরে আপনি চাইলে আরও যা যা দেখতে পারবেনঃ

(১) বাঁশখালী ইকোপার্ক
(২) বাংলাদেশের অন্যতম বৃহত্তম চা বাগান।
(৩) চার শ বছরের ঐতিহ্য বখশি হামিদ মসজিদ
(৪) নাপোড়া অর্গানিক ইকো ভিলেজ।

তবে সব গুলোয় একই সাথে ঘুরতে গেলে বেশি সময় নিবেন না কোন পয়েন্টে৷

ঢাকা থেকে যেভাবে যাবেনঃ

ঢাকা থেকে যেকোন গাড়ি বা এয়ারে চট্টগ্রাম এসে নামবেন৷ এয়ারে এলে বিমানবন্দর থেকে ১৫ নাম্বার ঘাটে কর্ণফুলী পার হবেন। বাসে এলে একে খান, অলংকার না নেমে দাম পাড়া জিইসি নেমে মিশন শুরু করতে পারেন৷ চট্টগ্রাম থেকে আপনি চাইলে ভাড়ায় কার বা হাই এইচ নিয়ে দিন কাভার করতে পারেন৷

বহদ্দার হাট থেকে মাঝারী মানের বাঁশখালী সুপার সার্ভিস নামে বাস ছাড়ে। ভাড়া ৮০ টাকা। চট্টগ্রাম থেকে বাঁশখালী খুব একটা দূরে নয়৷

সবসময় মাথায় রাখবেন, আপনার আশেপাশে পরিস্কার রাখুন৷ পরিবেশ টা কতটুকুন নির্মল তা নির্ভর করে আপনার আমার উপরেই। আসুন সুন্দর বাংলাদেশ গড়ে দেই আগামী প্রজন্মের সোনালী ভবিষ্যতে।

কাজী শাহরিয়ার
ব্যাংকার