প্রয়াত ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চুর গিটার ও স্মৃতি নিয়ে চট্টগ্রামে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে তার গড়া ব্যান্ড এলআরবি।
এলআরবি ব্যান্ডের সদস্যরা জানিয়েছেন, ‘সাগরের রুপালি ঢেউ আর রুপালি গিটারের শহর। কিংবদন্তি আইয়ুব বাচ্চুর স্মৃতির শহর। আইয়ুব বাচ্চুর হাত ধরে আমাদের সংগীতের এক রূপকথার যাত্রা শুরু হয়েছিল এই শহরেই। আগামী ১১ ফেব্রুয়ারি আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স (আগ্রাবাদ) হোটেলে প্রদর্শিত হতে যাচ্ছে রক আইকনের স্মৃতিবিজড়িত গিটার ও অন্যান্য স্মৃতি স্মারক প্রদর্শনীটি। এদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনীটি।’
এবারের অমর একুশে বইমেলা ২০২৩ উপলক্ষে প্রকাশ পেয়েছে আইয়ুব বাচ্চুর জীবনীকেন্দ্রিক গ্রন্থ ‘রুপালি গিটার’। সংগীতশিল্পী জয় শাহরিয়ারের সংকলন ও সম্পাদনায় বইটিতে আইয়ুব বাচ্চুর জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেছেন শহীদ মাহমুদ জঙ্গী, নকীব খান, কুমার বিশ^জিৎ, সাইদ হাসান টিপু, হাসান আবিদুর রেজা জুয়েল, বাপ্পী খান, নিয়াজ আহমেদ অংশু, আবদুল্লাহ আল মাসুদ ও জয় শাহরিয়ার নিজেই। বইটির প্রচ্ছদ করেছেন নিয়াজ আহমেদ অংশু। ‘রুপালি গিটার’ প্রকাশ করেছে আজব প্রকাশ।