শতাধিক জীবন বাঁচিয়ে মৃত্যুকে আলিঙ্গন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইউমের মরদেহ ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালের মর্চুয়ারিতে রাখা হয়েছে।
বিশেষ ফ্লাইটের অনুমতির আনুষ্ঠানিকতা শেষে তাকে আনতে বিমানের একটি বিশেষ ফ্লাইট যাবে ভারতের নাগপুরে। তবে কবে কখন ফ্লাইটটি নাগপুর যাবে সে সময় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার (৩০ আগস্ট) সন্ধ্যায় বিমান জানায়, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল স্থগিত থাকায় ক্যাপ্টেনের মরদেহ আনতে বিশেষ ফ্লাইট যাবে ভারতে।
ক্যাপ্টেনের মৃত্যুর পর হাসপাতালের ডেথ সার্টিফিকেটের অপেক্ষায় ছিল বিমান। ডেথ সার্টিফিকেটের সেই কপি ঢাকায় আসার পরপরই পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে বাংলাদেশ বিমান। সোমবার মধ্যরাত অথবা মঙ্গলবার সকালে আনা হতে পারে ক্যাপ্টেনের মরদেহ।