চলচ্চিত্রের বর্ষীয়ান পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ আবারো অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। কয়েকদিন আগে হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন তিনি।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘গতরাত আড়াইটার দিকে বুকে ব্যথা শুরু হলে কাজী হায়াৎ ভাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখার চেষ্টা করছি।’
কাজী হায়াৎ সম্প্রতি এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
কাজী হায়াৎ কয়েক বছর ধরে ডায়াবেটিস ও হৃদযন্ত্রের জটিলতায় ভুগছেন; তার হার্টে রিং পরানো হয়েছে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ পরিচালক তার দীর্ঘ ক্যারিয়ারে দাঙ্গা, ত্রাস, চাঁদাবাজ, আম্মাজান, ইতিহাস, কাবুলিওয়ালাসহ বেশ কয়েকটি দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন।