AddText 06 12 10.27.45

করোনা কেড়ে নিলো ঢাবি শিক্ষার্থীর প্রাণ

ক্যাম্পাস বাংলাদেশ শিক্ষা

করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক একজন শিক্ষার্থী।সাবেক ঐ শিক্ষার্থীর নাম বায়েজিদ আমান। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট এর ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

বায়েজিদ আমান দুরারোগ্য ব্যাধি ক্যান্সার রোগে ভুগছিলেন। তবে ভারতে চিকিৎসা করে তিনি ক্যান্সার থেকে সেরে ওঠেন মোটামুটি।

কিন্তু ক্যান্সার থেকে সেরে ওঠা আমান মরণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েই শেষে মৃত্যুবরণ করেছেন। রাজধানীর একটি হাসপাতালে আমান চিকিৎসাধীন অবস্থায় ছিলো।

আমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক ছাত্র ছিলেন।

চাকরিজীবনে আমান বাংলাদেশ ইন্সটিটিউট অফ ক্যাপিটাল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানটিতে কর্মরত ছিলেন।