Khatija Rahman - খাতিজা রহমান - Daughter of A R Rahman

বাগদান সারলেন এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান

বিনোদন

গোপনেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে অস্কারজয়ী সুরকার এ আর রহমানের মেয়ে খাতিজা রহমান বাগদান সেরে ফেললেন।

রোববার নিজেই সোশ্যাল মিডিয়ায় এই খবরটি শেয়ার করেছেন। খাতিজার হবু বরের নাম রিয়াসদিন শেখ মোহাম্মদ। যিনি পেশায় একজন অডিও ইঞ্জিনিয়ার।

এদিন বাগদান অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করেছেন খাতিজা। যেখানে গোলাপি এবং রুপালি রঙের একটি শাড়িতে দেখা গেছে তাকে।

এ ছাড়া তার মুখ ঢাকা ছিল পোশাকের সঙ্গে ম্যাচিং গোলাপি মাস্কে। তবে সেই অনুষ্ঠান থেকে স্বামী রিয়াসদিনের কোনো ছবি শেয়ার করেননি তিনি। তার বদলে হবু বরের আলাদা একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন খাতিজা।