mount averest

এভারেস্টের উচ্চতা বেড়েছে

ভ্রমণ

পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের উচ্চতা আগের ধারণার চেয়ে বেশি বলে জানিয়েছে চীন ও নেপাল। এভারেস্টের উচ্চতা নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা মতবিরোধ অবসানে দুই দেশের যৌথ জরিপ শেষে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

এভারেস্টের উচ্চতা নিয়ে দীর্ঘদিন ধরে কাঠমান্ডু ও বেইজিংয়ের মধ্যে মতবিরোধ ছিল। সম্প্রতি উচ্চতা পরিমাপে দুই দেশ এভারেস্টে জরিপ দল পাঠায়।

জরিপ দলের তথ্য অনুযায়ী, এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮ দশমিক ৮৬ মিটার।
এর আগে নেপাল এককভাবে এভারেস্টের উচ্চতা পরিমাপ করেছিল।

তবে দেশটি ১৯৫৪ সালে ভারতীয় জরিপের তথ্যকে মেনে নিয়েছিল। ওই পরিমাপ অনুযায়ী, তুষারসহ এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮ মিটার।

২০০৫ সালে চীন এভারেস্টের উচ্চতা পরিমাপ করে। তাদের দেওয়া তথ্য অনুযায়ী, এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৪ দশমিক ৪৩ মিটার। এটি ১৯৫৪ সালের পরিমাপের চেয়ে তিন দশমিক ৭ মিটার কম।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী প্রদিপ কুমার গয়ালি মঙ্গলবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের কাছে ভিডিও বার্তায় এভারেস্টের নতুন উচ্চতার বিষয়টি জানান।

তিনি বলেছেন, এভারেস্ট হচ্ছে ‘নেপাল ও চীনের চিরস্থায়ী বন্ধুত্বের প্রতীক।’