Pabna Chatmohor Union parishad complex

কয়েক মণ দুধের সঙ্গে মধু ঢেলে ইউপি কমপ্লেক্স পরিষ্কার

বাংলাদেশ

পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে কয়েক মণ দুধ, মধু ও গোলাপ জল ঢেলে ধুয়েছেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও তার কর্মী-সমর্থকরা। এ সময় এলাকার অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।  

মঙ্গলবার বিকেলের ওই ঘটনা জানাজানি হওয়ার পর উপজেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে ওই ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রজব আলী বাবলুর কর্মী-সমর্থকরা কয়েক মণ দুধ, মধু ও গোলাপজল দিয়ে চেয়ারম্যানের কক্ষ, ইউপি সচিবের কক্ষসহ ইউনিয়নের বিভিন্ন কক্ষ ধুয়ে ফেলেন। দুধ ঢালা হয় পরিষদের ছাঁদ ও টিনের উপরেও। দুধ ঢেলে ধুয়ে দেওয়ার পর পর্যাপ্ত পানি ঢালা হয়। 

এলাকাবাসীর অভিমত সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামকে দেখাতেই তাচ্ছিল্য প্রদর্শন করে এই দুধ ঢালা হয়েছে। 

এ বিষয়ে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু বলেন, ছেলেরা এগুলো করেছে। আমি পরে শুনেছি। 

তিনি বলেন, চেয়ারম্যানের অফিস কক্ষের চাবি চৌকিদারের কাছে থাকে। চৌকিদারই রুম খুলে দিয়েছে। 

ইউপি সচিব শহীদুল্লাহ দুধ ঢালার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রাম পুলিশদের কাছেই অফিসের চাবি থাকে। তারাই রুম খুলে দিয়েছেন।