নওগাঁর ধামইরহাটে মজিবর রহমান নামে এক ব্যক্তির বাগানের প্রায় ৭শ রুপালি জাতের আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ৮ নম্বর খেলনা ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের গুনদেশাহাট গ্রামে।
ভুক্তভোগী বাগান মালিক মো. মজিবর রহমান (৬৫) একই এলাকার মৃত গজিমুদ্দিনের ছেলে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সরেজমিনে দেখা গেছে, ওই ইউনিয়নের গুনদেশাহার মৌজায় ১ একর ৪৯ শতাংশ জমিতে দুইটি আমবাগানের রুপালি জাতের আম গাছের সবগুলো গাছ রোববার রাতে পূর্ব শত্রুতার জেরে কেটে রেখেছে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫ লাখ টাকা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ভুক্তভোগী পক্ষ থেকে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছিল।
স্থানীয় বাসিন্দা মো. মোকলেসুর রহমান জানান, গত ইউপি নির্বাচনে নৌকার পক্ষ নিয়ে নির্বাচন করায় ঘোড়া মার্কা বিদ্রোহী প্রার্থীর লোকজন আমাদের ক্ষতি করবে বলে হুমকি ধমকি দিয়ে আসছিল। এবং তারপর থেকে বেশ কিছুদিন ধরে এ এলাকায় চুরিসহ নানান ধরনের অপরাধ বেড়ে গেছে। মোকলেসুর বলেন, যারা আমাদের হুমকি-ধমকি দিয়ে আসছে তাদের লোকজনই বাগানের আম গাছ গুলো কেটেছে।
আরও পড়ুনঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বন্ধ ঘোষণা
ভুক্তভোগী বাগান মালিক মজিবর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, অনেক কষ্ট করে দুইটি আমের বাগান গড়ে তুলেছি। রোববার গভীর রাতে দুর্বৃত্তরা আমার আমগাছগুলো কেটে ফেলেছে। দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে প্রশাসনের কাছে বিচার চেয়ে মজিবরবলেন, গাছের সাথে এমন শত্রুতা মেনে নেওয়া যায় না।
এ বিষয়ে খেলনা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, আমি হুমকি দিয়েছি বা আমার লোকজন হুমকি দিয়ে গাছ কাটা হয়েছে- এটি সম্পূর্ণ মিথ্যা কথা। এ বিষয়ে আমার বা আমার লোকজনের কোন সম্পৃক্ততা নেই।
ধামইরহাট থানার ওসি (তদন্ত) আব্দুল গনি বলেন, এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে জড়িতদের আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।