AddText 06 29 11.26.25

আমার মনে হয়েছিলো আমি মাত্র ১০ মিনিট পানির নিচে আছি

বাংলাদেশ

গতকাল ২৯ জুন সকাল আনুমানিক নয়টার দিকে সদরঘাটের কাছাকাছি মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা “এম এল মর্নিং বার্ড” নামের একটি লঞ্চ চাঁদপুর গামী মিতালী -২ লঞ্চের ধাক্কায় অর্ধশত যাত্রী সহ ডুবে যায়। এই ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও নৌ-বাহিনীর উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে।

এতে ঘটনাস্থল থেকে অন্তত ৩২ জনের লাশ উদ্ধার করা হয়, আরো কয়েকজন নিখোঁজ।

লঞ্চটি ডুবে যাওয়ার ঠিক ১৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয় মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর আব্দুল্লাহপুরের একজন ব্যক্তিকে।

তারপর জানা যায় তার নাম “সুমন বেপারী”। তিনি ঢাকার সদরঘাটে ফলের ব্যবসা করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সুমন ব্যাপারী বলেন, “আমার কাছে মনে হয়েছিল আমি মাত্র ১০ মিনিট ধরে পানির নিচে আছি, কিন্তু উঠে দেখি ১৩ ঘণ্টা পার হয়ে গেছে।”

এসময় পানির নিচে তার জ্ঞান ছিলো কিনা এমন এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের বলেন, পানির নিচে পুরোটা সময় তার জ্ঞান ছিল, তিনি অজ্ঞান হন নি।