ইউনিয়ন পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার কিশোরগঞ্জ-৫ এর সংসদ সদস্য আফজাল হোসেনকে নির্বাচনি এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার (১৯ নভেম্বর ) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।
নির্দেশনায় আফজাল হোসেনকে বলা হয়, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, আপনার বিরুদ্ধে জাতীয় সংসদের নির্বাচনি এলাকা কিশোরগঞ্জ -৫ এর আওতাধীন নিকলী উপজেলাধীন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে।
প্রকাশ্যে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ গ্রহণসহ নির্বাচনি বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণের অভিযোগ পাওয়া যায়।
এ প্রসঙ্গে ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর ২২ বিধিতে নিম্নরূপ বিধান রয়েছে : ‘‘সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নির্বাচনি প্রচারণা এবং সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত বাধা-নিষেধ।
(১) সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং কোন সরকারি কর্মকর্তা বা কর্মচারী নির্বাচন পূর্ব সময়ে নির্বাচনি এলাকায় প্রচারণায় বা নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করিতে পারিবেন না : তবে শর্ত থাকে যে, উক্তরূপ ব্যক্তি সংশ্লিষ্ট নির্বাচনি এলাকার ভোটার হইলে তিনি কেবল তাহার ভোট প্রদানের জন্য ভোটকেন্দ্রে যাইতে পারিবেন।
(২) নির্বাচন পূর্ব সময়ে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষে অন্য কোন ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনি কাজে সরকারি প্রচারযন্ত্র, সরকারি যানবাহন, অন্যকোন সরকারি সুযোগ-সুবিধা ভোগ এবং সরকারি কর্মকর্তা বা কর্মচারীগণকে ব্যবহার করিতে পারিবেন না।”
‘২’ উল্লিখিত অবস্থার প্রেক্ষিতে, যেহেতু আপনি বিধি বহির্ভূতভাবে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করছেন, তাই আপনাকে এলাকা ছাড়ার নির্দেশ দেয়া হলো।