দিনাজপুরের বিরল উপজেলায় ১৩ বছর বয়সী কিশোরীকে অপহরণের পরে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় এক নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার মুন্সিপাড়া গ্রামের বশির মোহাম্মদের ছেলে লিটন হোসেন (৩০) ও একই গ্রামের সানু আরা (২৪)।মঙ্গলবার বিরল থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার সন্ধ্যায় আদালতের আদেশের পরে লিটন ও সানুকে কারাগারে প্রেরণ করা হয়েছিল। মোস্তফাকে গ্রেফতারের ব্যাপারে অভিযান চালাচ্ছে পুলিশ।
আবদুল কাদের জানান, লিটন, মোস্তফা ও সানু ৩ অক্টোবর বিড়ল উপজেলার অন্তর্গত দক্ষিণ জগতপুর গ্রাম থেকে ওই কিশোরীকে অপহরণ করে।
তারা মেয়েটিকে উপজেলার জীবন মহল পার্কে নিয়ে যায় এবং সেদিন তাকে ধর্ষণ করে এবং তাকে ধর্ষণ করে। পরে মেয়েটিকে গাজীপুরের বাইপাইলে নিয়ে যাওয়া হয়, সেখানে লিটন ও মোস্তফা তাকে পুনরায় ধর্ষণ করে।
অপহরণকারী তিন ব্যক্তি পাঁচ অক্টোবর (সোমবার) ভুক্তভোগীর সাথে বিরিলের পলাশবাড়ী এলাকায় ফিরে আসেন। এদিন পুলিশ লিটন ও সানুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পুলিশ কর্মকর্তা আরও জানান, অপর আসামি মোস্তফা পলাতক রয়েছে।
ধর্ষণকারীদের শাস্তির দাবিতে ধর্ষণকারী বেঁচে যাওয়া বাবা-মা জানিয়েছেন, সানু আরা অনৈতিক কার্যকলাপে জড়িত ছিল। তিনি আমার মেয়েকে অপহরণ করার পরে লিটন এবং মোস্তফার হাতে তুলে দিয়েছিলেন।